বাউফল প্রতিনিধি ॥ করোনা মহামারী প্রভাবের কারণে প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত ঘোষনা করা হলেও পটুয়াখালীর বাউফলে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৫ এপ্রিল রাত সারে ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নৌকার সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে কতিপয় দুর্বৃত্তরা। তারাবীহ নামাজ চলাকালীন স্থানীয় বায়তুল নুর জামে মসজিদের পিছনে ওই ঘটনা ঘটেছে। জানা যায়, কনকদিয়া ইউনিয়নের নিজ কনকদিয়া বায়তুল নুর জামে মসজিদের পিছনে মনিরুজ্জামান নামে এক নৌকার সমর্থকের উপর হামলা করে কনকদিয়া ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিঠু এর ভাই টিপু সহ কতিপয় দুর্বৃত্তরা। এ সময় মনিরুজ্জামান এর চিৎকার শুনে মসজিদের মুসুল্লীরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদের মধ্যে আরও ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে তারা। আহতরা হলেন, মনিরুজ্জামান (৩৫), উজ্জ্বল মোল্লা (২৭), শহিদুল ইসলাম (৩২), মিলন (২৫), ইউনুচ হাওলাদার (৫৫) ও শাহীন (২৫)। ওই ঘটনায় পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেছে। আহতরা অভিযোগ করেন, আমরা নৌকার সমর্থক। গভীর রাতে বাড়ির উপর দিয়ে চলাচলে নিষেধ করায় কনকদিয়া ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিঠু এর ভাই টিপু, লাচ্ছি, মক্কা ফিরোজ ও ইয়াবা ডালিম এ হামলা চালিয়েছে। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিঠু এ প্রতিনিধিকে জানান অভিযোগকারীরা বিএনপি করে। তারা মূলত নৌকার নাম ভাংগিয়া চলে। তাদের এ অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পরে আহতদেরকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply