ভোলা প্রতিনিধি ॥ ভোলার সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল মিয়ার বিরুদ্ধে এক হতদরিদ্র নারীর নামে বরাদ্দ হওয়া দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুস্থ নারী মানসুরা বেগম কার্ড ও বরাদ্দের দাবিতে গত রোববার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি জানাজানি হলে ইউপি সদস্য কামাল বুধবার ভিজিডির চাল তুলে ৪ বস্তা (২০০ কেজি) চাল ওই দুস্থ নারীর বাড়িতে পৌঁছে দেন। পরে বাড়ির পাঁচ পরিবারকে ওই চাল ভাগ করে নিতে বলেন তিনি। কিন্তু মানসুরা চাল গ্রহণ করেননি। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ওই বৃদ্ধা মানসুরাকে গালমন্দ করেছেন বলেও অভিযোগ উঠেছে। ভোলা জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, যাঁর নামে কার্ড বরাদ্দ হয়েছে, নীতিমালা অনুসারে তিনিই চাল পাবেন। এক কার্ডের চাল কয়েকজনের পাওয়ার কিংবা জনপ্রতিনিধির কাছে কার্ড রাখার কোনো নিয়ম নেই। তাঁরা ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। মানসুরা বেগম বলেন, তিনি সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. জামাল উদ্দিন দিনমজুর। তিনি গত বছর ডিসেম্বর মাসে অনলাইনে ভিজিডির কার্ডের জন্য আবেদন করেন। তিনি শুনেছেন, তাঁর নামে ভিজিডির কার্ড বরাদ্দ হয়েছে। কিন্তু ইউপি সদস্য কামাল কার্ড না দিয়ে তাঁর কাছে রেখে দিয়েছেন এবং জানুয়ারি থেকে চাল তুলছেন। তিনি ইউপি সদস্যের কাছে ঘটনার সত্যতা জানতে চান। কিন্তু ইউপি সদস্য ‘জানি না’, ‘তোরে কে কইছে’ বলে সত্যতা আড়াল করেন। পরে মানসুরা নিশ্চিত হয়ে ১১ এপ্রিল কার্ড হারিয়েছেন বলে থানায় জিডি করেন। মানুসরা আরও জানান, বুধবার সাড়ে ১১টার দিকে তিনি পাশের বাড়িতে ছিলেন। এমন সময় ইউপি সদস্যের লোকজন চার বস্তা চাল এনে বাড়ির দরজায় রেখে দিয়ে বাড়ির সবাইকে ভাগ করে নিতে বলেন। মানসুরা চাল রাখতে চাননি। তবুও তাঁরা রেখে গেছেন। কারণ, চালের হকদার মানসুরা নিজেই। কেন সবাইকে ভাগ করে দেবেন? এ ছাড়া তাঁর বাড়িতে তাঁর চাচাশ্বশুর, দেবর, ভাশুরসহ পাঁচটি পরিবার থাকে। কিন্তু চাল দেওয়া হয়েছে চার বস্তা। জানতে চাইলে ইউপি সদস্য কামাল বলেন, ‘ঘটনা হচ্ছে, আমার ওয়ার্ড থেকে ২৫ হতদরিদ্র ব্যক্তিকে দিয়ে ভিজিডির জন্য আবেদন করিয়েছি। কিন্তু চেয়ারম্যান ওই ২৫ জনের মধ্য থেকে ১০ জনের নামে কার্ড বরাদ্দ দিয়েছেন। অন্য মেম্বাররা একটা কার্ড ৮ হাজার বা ৯-১০ হাজার টাকায় বিক্রি করেন। আমি কার্ড বেচাবেচির মধ্যে নেই। আমি করি কী, কার্ডগুলো আমার কাছে রেখে দিই। পরে তিন-চার মাসের চাল একত্র করে গরিব হতদরিদ্র ব্যক্তির বাড়িতে পৌঁছে দিই। একজন একটি ভিজিডির কার্ডে ২৪ মাস চাল তুলে আরাম-আয়েশে দিন কাটাবেন; আরেকজন অভাবে, অনাহারে দিন কাটাবেন, কারও কাছে হাত পাততেও পারবেন না। তা-ই কি হয়! হক সবারই আছে।’ ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে তাঁরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
Leave a Reply