পিরোজপুর প্রতিনিধি ॥ কাউখালীতে ভিজিডি কার্ড চাওয়ার মেম্বারের লোকজন পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে রিক্সাচালক মহারাজের। ঘটনাটি ঘটেছে উপজেলা শিয়ালকাঠী ইউনিয়নের সংকরপুর গ্রামে। জানাগেছে গত সোমবার বিকালে রিক্সচালক মহারাজ অটোরিক্সা নিয়া বাড়ী থেকে কাউখালী আসার পথে শংকরপুর নামক স্থানে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় মেম্বর সাকায়েত হোসেনের লোক ইয়াসিন টিটু খান সহ ৩/৪ জনে তাকে পথরোধ করে দেশিও অস্ত্র-সস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। এতে মহারাজের পা ভেঙ্গে যায়। গুরতর অবস্থায় তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেস্কে এনে ভর্তি করা হয়। এর আগে তিনি মেম্বারের নিকট বার বার মৌখিক ভাবে আবেদন করেন, পরে তিনি ভিজিডি কার্ড না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন এলাকার হুমায়ুন, শহিদ আকন, আঃ সালাম সহ ধনিদের নামে ভিজিডি কার্ড করা হয়েছে। যা সরকারি বিধি বিধান পরিপন্থি বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে কাউখালী থানায় তিনজন আসামি করে একটি মামলা দায়ের কার হয়েছে। এ ব্যাপারে স্থানীয় মেম্বর সাকায়েত জানান মারামারি সাথে জড়িত আমাদের কোন লোক নাই। মামলার তদন্ত কারী কর্মকর্তা রেজাউল কবির রাজিব জানান আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply