হিজলা প্রতিনিধি ॥ হিজলা উপজেলার ইউপি নির্বাচনে বর্তমান ইউপি সদস্যের প্রতিপক্ষ প্রার্থী হওয়ায় লাঞ্ছিত হলেন অপর ইউপি সদস্য প্রার্থী। অভিযোগ সূত্রে জানা যায়- হিজলা উপজেলার ২ নম্বর মেমানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার তাইজুল ইসলাম (তাজু) ফকিরের বিপক্ষে একই এলাকার মামুন সরদার প্রতিপক্ষ প্রার্থী হওয়ায় তাকে লাঞ্ছিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে গত ১৪ই এপ্রিল রোজ বুধবার ইফতারী দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে টেকের হাট বাজারের আলতাফ সরদারের দোকানের সামনে ইউপি সদস্য প্রার্থী মামুন সরদারকে বর্তমান মেম্বার তাইজুল ইসলাম, তার বাবা নান্নু ফকিরসহ দেড় শতাধিক ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা করে। এ ব্যাপারে সরোজমিনে গেলে এলাকার রিপন সরদার, সুলাইমান বাগা রাসেল তালুকদার, রিপন বাগাসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তাজু মেম্বার হওয়ার পর থেকেই তিনিসহ তার পরিবার বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে রয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জমি আছে ঘর নেই প্রকল্পের ঘর প্রতারণার মাধ্যমে নিজের নামে নেওয়ার অভিযোগ। এছাড়াও তিনি এলাকায় জুয়া আসর, মাদক বিক্রি, সরকারী খাস জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরে। তার বিরুদ্ধে রিপন হত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ পুলিশ একাধিকবার আটক করে জেলহাজতে প্রেরণ করলেও জামিনে বের হয়ে এসে আরও বেপরোয়া হয়ে। এ ব্যাপারে ইউপি সদস্য তাইজুল ইসলামের সাথে আলাপকালে তিনি তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেন।’
Leave a Reply