বিনোদন ডেস্ক ॥ বিষাদের বাতাস বইছে দেশের শোবিজ অঙ্গনে। চারদিকে মন খারাপের সুর। কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর চলে যাওয়ার খবর সবকিছুই যেন নিস্তব্ধ করে দিয়েছে। লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে তার জন্য দোয়া করেছেন অনেকে। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু যার চলে যাওয়ার সময় হয়, তাকে নাকি আঁকড়ে রাখা যায় না। রাখা গেল না কবরীকেও। মিষ্টি হাসির সেই মানুষটি নিলেন চিরবিদায়। এই চলে যাওয়ায় তাকে ঘিরে তারকারা স্মৃতিচারণ করলেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রী সুজাতা লেখেন, ‘ভাবনার বাহিরে যা ঘটে আমরা তা মেনে নিতে পারি না! আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো বুঝি এইভাবেই ঝরে যায়! এইসব নক্ষত্রগুলো বিশাল আকাশে আর জ্বলবে না, কোনও কালেই না! একসাথে কাজ করেছি, পথ চলেছি, জীবনের কত গল্পই না আছে আমাদের। ভালো থেক ওপারে। আমিন।’ বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের মানুষকে মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী। আমি কীভাবে আপনাকে বিদায় জানাব! দমবন্ধ লাগছে! শান্তিতে থাকুন কবরী ফুপু।’ চঞ্চল চৌধুরী লেখেন, ‘কবরী আপা নেই। আমাদের স্বপের নায়িকা। কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তাঁর সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলার। খুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন, চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত। ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম। যখন আপনি অনেক দুরে।’ অভিনেত্রী তারানা হালিম লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এদেশের চলচ্চিত্রে কবরী আপা এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ জয়া আহসান লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা তো নয়। তবু আমরা যারা এর বন্ধুর পথ ধরে হাঁটছি, সেটি যাঁদের কষ্টে তৈরি হয়েছে কবরী তাঁদের একজন। কোত্থেকে এসে সারা দেশের চিত্ত জয় করেছিলেন নিমেষে। পাকিস্তান আমলের উর্দু ছবির রাজত্বে তিনি আর রাজ্জাক বাংলা ছবিকে কী জনপ্রিয়ই না করে তুলেছিলেন। তাঁর চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের সজল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শকেরা। কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়।’ চিত্রনায়িকা বুবলি লেখেন, ‘মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ কবরীর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বিদায় কবরী আপা! পরপারে ভালো থাকুন। গভীর শোক ও শ্রদ্ধা।’ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘কবরী ম্যাডাম আপনার হাসিতে কতোশত মানুষ নিজেদের দুঃখ ভুলে ছিলে, মানুষের দুঃখ ভোলানে চাট্টিখানি কথা নয়। তাই তো আপনার এ জীবন স্বার্থক, আর আমরা স্বার্থক আপনাকে পেয়ে। আমি ঠিকই ধরে নিব আপনি আছেন। হুট করে কোথাও আবার আমাদের দেখা হবে আর আপনার হাসিটা দিয়ে আবার আমাদের রাজ্য জয় করে নেবেন। ভালোবাসি আপনাকে।’
Leave a Reply