নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে সুমি বেগম (৩১) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। কাশিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বিল্লা বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর মৃত্যুর পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন পালিয়েছে। সুমি বেগম পূর্ব রহমতপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের মেয়ে ও পূর্ব বিল্লা বাড়ি গ্রামের নয়ন গাজির স্ত্রী। নয়ন গাজি অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসে কাজ করেন। তাদের ঘরে সানি গাজি (১০) নামে এক ছেলে সন্তান রয়েছে। জানা গেছে- সুমী আক্তারের মা মোসাঃ রিনা বেগম জানিয়ে ১৫/১৬ বছর পূর্বে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের মৃত্যু মোয়াজ্জেম হোসেন ফটর আলীর মেয়ে সুমী আক্তারের সঙ্গে কাশিপুর বিল্লবাড়ি গ্রামের আয়নাল গাজী ছেলে মোঃ নয়ন গাজীর বিয়ে হয়। তাদের বর্তমানে ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী মোঃ নয়র গাজী ও তার বাবা মা সহ পরিবারের সবাই সুমীর ওপর নানা ধরনের অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। শুক্রবার শুক্রবার দুপুরেও সুমীকে শ্বশুড় শাশুড়ি, স্বামী সুমীর সঙ্গে ঝগড়া করে। রাত ৯টার সময় ঘরের মধ্যে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে তার বাবার বাড়িতে খবর দেয় শ্বশুড়বাড়ির লোকজন। এদিকে লম্পট স্বামী মোঃ নয়ন গাজী তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে রেখে পালিয়ে যায়। নিহতের মা রিনা বেগম আরো জানান, রাতে তাকে নির্যাতনের পর হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারনা চালিয়েছে শ্বশুড়বাড়ির লোকজন। সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মাসুদ রানা বলেন, সুরতহাল করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার মামলা প্রক্রিয়াধীন।’
Leave a Reply