পিরোজপুর প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় পিরোজপুরে সকাল থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ তৎপর থাকলেও শহরের বাজারে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে মাছবাজার সবজি বাজারে নেই কোন সামাজিক দূরত্ব। শহরের মাছ বাজার মুদি বাজারে রয়েছে উপছে পড়া ভির নেই কোন সামাজিক দুরত্ব। বাজারে যে পরিমান অনিয়ম চলছে তাতে কিছুতেই করোনা সংক্রমনকে আটকানো সম্ভব হবে না বলে মনে করছেন অনেকেই। দোকান বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ এর একাধিক মহোরা দিলেও মানছে না অনেক ব্যবসায়ীরা। তারা দোকান খুলে ফাকে ফাকে ব্যবসা চালিয়ে যাচ্ছে। শহরের বাজারে শৃঙ্খলা ভঙ্গ ও স্বাস্থ্যবিধি না মানার ফলে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জেলা প্রশাসক। কাঁচাবাজার, মুদিবাজার, ঔষধ, খবারের কিছু দোকান খোলা থাকার কথা থাকলেও প্রায় সব ধরনের দোন খুলে ব্যবসা করছে ব্যবসায়ীরা। সকল খাবার দোকান, চায়ের দোকান, দোকান মালিকরাই ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু পিরোজপুর শহরের দোকানই নয় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, কাউখালি সহ প্রায় সব উপজেলার বাজার গুলোর অবস্থা একই রকম খোলা রয়েছে দোকানপাট মানছে না লকডাউন। পাশাপাশি কেউ মানছে না সামাজিক দূরত্বেও নিশেধাজ্ঞা। জেলা প্রশাসনের পাশাপাশি জেলা জেলা পুলিশ পক্ষ থেকে জোড়ালো ব্যবস্থা নেয়ার কথা জানালেও মানাতে পারছে না। লকডাউন মানাতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অনেক চেষ্ঠা করে যাচ্ছে। জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, জেলায় লকডাউন শুরু থেকে ৭২ জনকে ৭২ টি মামলা দেয়া হয়েছে এদের ১৫হাজার ৫শত ৫০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন কার্যকরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। শহরে দুইটি মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে এবং সকল উপজেলায় একটি করে মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে। এখনো যারা এ লকডাউন মেনে চলছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply