সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় পবিত্র রমজান উপলক্ষে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র নিত্য খাদ্যপণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বানারীপাড়া পৌর শহরের সদর রোড সংলগ্ন মধুচাক মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের আওতায় টিসিবি’র এ পণ্য কিনতে মানুষের ভিড় পড়ে যায়। বরিশালের টিসিবি’র ডিলার নাসির হাওলাদার জানান, আমরা টিসিবি’র পণ্য প্যাকেজ হিসেবে বিক্রি করছি। এর বাইরে আলাদা করে পণ্য ক্রয়ের সুযোগ নেই। প্রতি প্যাকেজে ৬টি খাদ্যপণ্য দেয়া হচ্ছে যার মোট মূল্য ৯৮০ টাকা। ২০ টাকা দরে তিন কেজি পেঁয়াজ, ৫৫ টাকা দরে তিন কেজি ছোলাবুট, ৫৫টাকা দরে দু’ কেজি মুশুরের ডাল, ১০০ টাকা দরে ৪ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা দরে তিন কেজি চিনি ও ৮০ টাকা দরে এক কেজি খেজুর বিক্রি করা হয়। এদিকে টিসিবি’র পণ্য কিনতে এসে সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ তোয়াক্কা করেনি কেউ। সস্তায় নিত্য খাদ্যপণ্য সামগ্রী কিনতে পেরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এ কার্যক্রম নিয়মিত চলমান রাখার দাবি জানিয়েছেন।
Leave a Reply