চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনের দুলারহাটে বসত বাড়ির জমির সিমানা বিরোধকে কেন্দ্র করে আলামিন নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধারে অন্তস্বত্ত্বা বড় বোন রেশমা বেগম এগিয়ে এলে তাকে এলোপাথারী মারধরের অভিযোগ উঠেছে আবুল হাসেম গাজী গংদের বিরুদ্ধে। গতকাল রোববার নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামে এঘটনা ঘটে। স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে বিকালে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে। হাসপাতালে চিকিৎসাধীন আলামিন জানান,নীলকল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে আবুল হাসেম ও তারা একই বাড়িতে বসবাস করেন। দুপুরে আবুল হাসেম তাদের দখলীয় জমির সিমানা জবরদখল করে গরু বাঁধার ঘর নির্মান কাজ শুরু করেন। এসময় তিনি বাধা দিলে আবুল হাসেম গাজীর সাথে তার তর্ক বাধে। তর্কের জের ধরে আবুল হাসেম গাজীর নেতৃত্বে তার পরিবারের সদস্য শাহিন, জান্নাত বেগম, শাহানুরসহ ১০/১২ জনের বহিরাগত সংঘবদ্ধ একটি চক্র তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করতে তার ৭ মাসের অন্তস্বত্ত্বা বোন রেশমা বেগম এগিয়ে এলে তাকে এলোপাথারী মারধর শুরু করেন। আন্তস্বত্ত্বা বোন রেশমা বেগম মাটিতে লুটিয়ে পরলে বুকে ও পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্টের চেষ্টা চালান। তাদের হামলায় বোন রেশমা গুরুতর আহত হয়ে পরেন। প্রতিবেশী ও স্বজনরা আহত ভাই বোনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত আবুল হাসেম জানান, প্রতিপক্ষ আলমিনদের সাথে সিমানা নিয়ে কথার কাটাকাটি হয়। কুপিয়ে জখমের বিষয়টি সঠিক নয়। দুলাহাট থানার ওসি মো, মোরাদ হোসেন জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply