লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে গত কয়েক দিন ধরে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। এতে করে ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে প্রচুর ডায়রিয়া স্যালাইনের চাহিদা। আর এ সুযোগে বাজারের কিছু অসাধু ফার্মেসি ব্যবসায়ী ডায়রিয়া স্যালাইনের দাম বাড়িয়ে রাখতে শুরু করে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত মূল্যে ডায়রিয়া স্যালাইন বিক্রির দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফাতেমা মেডিকল হলকে ৫০হাজার টাকা এবং উত্তর বাজার মসজিদ সংলগ্ন আমিন মেডিকেল হলকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান বলেন, গত কয়েকদিন ধরে উপজেলাতে হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে কিছু ব্যবসায়ী ডায়রিয়ার স্যালাইনের দাম বাড়িয়েছে। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
Leave a Reply