পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে বকেয়া পাওনা টাকা দেওয়ার কাথা বলে ডেকে নিয়ে মোহাম্মদ জসিম (৪৫) নামে এক ব্যবসায়ীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এনামুল হক ও রানা নামে অপর দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় জসিমকে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শনিবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার পায়রাকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম পৌর শহরের টাউন কালিকাপুর এলাকার মো. ইব্রাহিম মৃধার ছেলে। তিনি একজন বালু ব্যবসায়ী। আহত জসিম বলেন, ‘আমার ড্রেজার দিয়ে ব্যবসায়ী এনামুল ও রানা গত এক মাস ধরে বালু তুলেছে। আমি এ কাজের বকেয়া এক লাখ ৩৪ হাজার টাকা না দেওয়ায় গত কয়েকদিন ধরে বালু তোলা বন্ধ করে দিই। বকেয়া সেই টাকা দেওয়ার কথা বলে আমাকে শনিবার সন্ধ্যায় পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় আসতে বলে এনামুল ও রানা। কথামতো সন্ধ্যায় সেখানে গেলে এনামুল ও রানাসহ ৪-৫ জন আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমার ডান পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায়।’ স্থানীরা বলেন, প্রথমে আমরা ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। আমাদের দেখে ৪-৫ জন লোক দৌড়ে পালিয়ে যায়। আমরা জসিমকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ ব্যপারে জানতে এনামুল ও রানার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন দিলেও তারা রিসিভ করেনি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, এনামুল ও রানার সঙ্গে জসিমের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দিলেও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’’
Leave a Reply