নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর সমস্যা প্রকট। এই হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ১২টি, এর মধ্যে ১টি অকেজো। হাসপাতালটিতে নেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাও। এদিকে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার (১৭ এপ্রিল) হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে আরও ৪০টি আইসিইউ বেড। রোববার (১৮ এপ্রিল) হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসিইউর সংখ্যা ১২টি। এর মধ্যে চালু আছে ১১টি অচল ১টি। হাসপাতালে সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইসিইউর চাহিদা বেড়েছে। তিনি বলেন, বাড়তি চাহিদা পূরণের জন্য নতুন ৪০টি আইসিইউ পেতে ঢাকায় আবেদন জানানো হয়েছে। বাড়তি আইসিইউ পেলে বর্তমান সমস্যা কেটে যাবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট বেডের সংখ্যা ১৫০টি। তিনি আরও বলেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সর্বত্র চালু করার জন্য চেষ্টা চলছে। বর্তমানে আইসিইউতে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন এ হাসপাতালের করোনা ওয়ার্ডে গড়ে ২০-২২ জন রোগী ভর্তি হন আর প্রতিদিন গড়ে ছুটি হয় ২০-২৫ জনের। আর গতকাল করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন ৫ জন।’
Leave a Reply