ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে কঠোর লকডাউনের পঞ্চম দিনে জেলা প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি রয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে বাঁশ বেঁধে দিয়েছে পুলিশ। এ ছাড়াও মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে মুভমেন্ট পাস আছে কি-না তা তল্লাশি করছে। যানবাহন ও পথচারীদের রাস্তায় বের হওয়ার সঠিক কারণ বলতে না পারলে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল থেকে শহরে টহল দিচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply