স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রভাবে সরকারের নির্দেশে ঘরে থাকা কর্মহীন দিনমজুর ও দুঃস্থ পাঁচশতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব ও বর্তমান সরকারের যুগ্ম সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নানের অর্থায়নে বরিশালের কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের গৃহবন্দি পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
যুগ্ন সচিবের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। এ সময় বরগুনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান নান্টু ও স্থানীয় শেখ রাসেল ক্রীড়া চক্রের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। যুগ্ন সচিব খাইরুল ইসলাম মান্নান জনকন্ঠকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ গৃহবন্দি। কাজে যেতে না পারায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। অনেক দুঃস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার গ্রামবাসীকে খাদ্যসামগ্রী অনুদান হিসেবে নয় আমার প্রতি তাদের ভালবাসার উপহার হিসেবে দিয়েছি। এভাবে প্রত্যেক এলাকার শিল্পপতি, চাকরিজীবি, জনপ্রতিনিধিদের এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।
Leave a Reply