গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে গৌরনদী ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় পৃথক ভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৬টার দিকে খাঞ্জাপুর গ্রামের সেলিম সরদার তার লোকজন নিয়ে বিরোধপূন জমিতে চাষাবাদ করতে যায়। এ সময় প্রতিপক্ষ আজাহার হাওলাদার (৬০) বাঁধা দিলে তাকে সেলিম সরদারের লোকজন মারধর করে। এ খবর পেয়ে আজাহার হাওলাদারের লোকজন এসে পাল্টা হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আজাহার হাওলাদার (৬০), তার মেয়ে পারভীন বেগম (২৮), ভাইর স্ত্রী শিল্পী বেগম (২৬), পুত্র আবিত হাওলাদার, মাসুদ হাওলাদার ও সেলিম সরদারসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আজাহার হাওলাদার তার কন্যা ও ভাইর স্ত্রীকে গৌরনদী ও সেলিম সরদারসহ তার পক্ষের অপর ২জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply