আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় ৯ দিনে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ৬ শত ৬৫ জন। উপজেলা হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের জন্য ৪শত ভায়াল ভ্যাক্সিন পেয়েছেন। একটি ভায়াল দিয়ে ১০জনকে টিকা দেওয়া হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের ৯ম দিনে সোমবার ১শত ৫২ জন ব্যক্তি টিকা নিয়েছেন। গত ৮এপ্রিল করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা উদ্বোধনের দিন টিকা নিয়েছেন ৫২ জন। ৯দিনে সোমবার পর্যন্ত করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১হাজার ৬শত ৬৫জন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। যার কারনে সরকার থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন এবং সকলকে টিকা নিতে হবে। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। কেউ যেন টিকা থেকে বাদ না পরেন সেই দিকে সকলের নজর রাখতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়া হয়ে থাকে।
Leave a Reply