নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে লকডাউনের ৬ষ্ঠ দিনে রাস্তাঘাটে যানবাহন এবং মানুষজন আরও বেড়েছে। খুলেছে অনেক দোকানপাট। তবে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে বের হওয়া জনসাধারনকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অপরদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ এড়াতে ৭ দিনের লকডাউনের প্রথম দিকে ভালোভাবেই বাস্তবায়ন হচ্ছিলো বরিশালে। সময় যত যাচ্ছে লকডাউন তত শিথিল হচ্ছে। সোমবার ৬ষ্ঠ দিনে রাস্তায় বেরিয়েছে প্রচুর সংখ্যক মানুষ। নগরীর পোর্ট রোড মৎস্য আড়ত, বাজার রোড সহ নগরীর প্রতিটি বাজারে প্রচুর সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। তবে প্রধান প্রধান সড়কের চেয়ে শাখা রোড এবং অলিগলিতে মানুষের চলাচল ছিলো উল্লেখ করার মতো। এসব স্থানে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হতে দেখা গেছে। নগরীর রাস্তায় বেড়েছে রিক্সা সহ ব্যক্তিগত যানবাহন চলাচল। যদিও নগরীর ৩টি প্রবেশদ্বারে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করার কথা জানান মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. আব্দুর রহিম। এছাড়া নগরীর অন্যান্য এলাকায়ও অপ্রয়োজনীয় যানবাহন এবং মানুষজনকে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে দেয়া হয় বলে তিনি জানান। এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে গতকালও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বাকেরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় মোট ১২ জন ব্যক্তিকে ১ হাজার টাকা আর্থিক দন্ড দেন।
Leave a Reply