সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় সদর ইউনিয়নের মাছরং গ্রামে জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় নাসির উদ্দিন মৃধা নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করা হযেছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের মৃত মুজাম্মেল হক সিকদারের ছেলে মো. জাহিদুল হক ২০১১ সালে মাছরং গ্রামের মো. মহসিন সরদার ও মো. খলিলুর রহমান সরদার গংদের কাছ থেকে মাছরং মৌজার /১১, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ খতিয়ানের ৩৬৯, ৩৭০, ৩৭৪, ৩৭৫, ৪২৯, ৪৪০ ও ৫৯৩নং দাগে মোট ১৫.১৬ শতাংশ জমি ক্রয় করে বাউন্ডারী ওয়াল দিয়ে ভোগদখল করে আসছিলেন। গত ১২ এপ্রিল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে আলমগীর হোসেনের নেতৃত্বে বিবাদীরা সেই জমিতে টিন ও কাঠ নিয়ে ঘর তোলার উদ্দেশ্যে গাছপালা কেটে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সংবাদ পেয়ে জমির মালিক মো. জাহিদুল হকের বড় ভাই মো. এবাদুল হক বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালসহ খুন জখমের হুমকি দেয় । এরপর ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আলমগীর হোসেন ওরফে এ. এ. আলমের নেতৃত্বে বিবাদীরা পুনরায় দা, লোহার রড, শাবল, কোদাল ও লাঠিসোঁটা নিয়ে উক্ত সম্পত্তির বাউন্ডারি ওয়াল ভেঙে সেখানে ঘর নির্মাণের মালামাল নিয়ে ঘর তুলতে যায়। এ সময় বাদীর খালাতো ভাই মো. নাসির উদ্দিন মৃধা বাধা দিতে গেলে তার ওপর লোহার রড, শাবল ও কোদাল ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ সময় আসামীরা সেখানে জাহিদুল হকের বাড়ি করার জন্য রাখা ইট থেকে ইট নিয়ে যায় । ওই দিন রাতেই নাসির উদ্দিন মৃধার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে স্থানীয়দের মাধ্যমে সালিশ-মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে। ক্রয়সূত্রে ওই জমির মালিকের বড় ভাই মো. এবাদুল হক বাদী হয়ে ৯ জনকে আসামী করে বানারীপাড়া থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply