বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে জোরপূর্বক মুগডাল তোলতে বাধা দিলে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ছোট ডালিমা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের বাসিন্দা মো.শফিকুল ইসলাম সিকদার, শাহ জালাল ও নাসির উদ্দিন সিকদার গংদের সাথে একই বাড়ির রাজ্জাক সিকদার ও ইব্রাহিম সিকাদারের মধ্যে জমিজমা নিয়ে পূর্ববিরোধ চলছে। বিরোধ নিষ্পত্তির জন্য শালিসে দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়। কিন্তু রাজ্জাক সহ তার পরিবারের লোকজন শালিস অমাণ্য করে ওই জমি ভোগ দখলের চেষ্টা অব্যাহত রাখে। গতকাল মঙ্গলবার ফজর নামাজ বাদ শাহ জালাল ও শফিকুল ইসলাম গংদের রোপনকৃত মুগডাল জোরপূর্বকভাবে আ. রাজ্জাক, ইব্রাহিম, হালেমা বিবি, বেগম বিবি ও ওসমান সিকদারসহ ১০-১২ জনে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ডাল তোলতে বাঁধা দিলে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় রাজ্জাক ও তার লোকজন। হামলায় শাহজালাল, নাসির ও শফিকুল আহত হয়। পরে স্থানীয়রা আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করেন। শাহ জালালের অবস্থা অশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের ডাক্তার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবিষেয় বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply