বরগুনা প্রতিনিধি ॥ অদম্য মেধাবী মো. হাসান মাহামুদ মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিক্যাল কলেজে এমবিবিএসে জাতীয় মেধা তালিকায় ১৯৫তম স্থান অধিকার করে পড়ার সুযোগ পেয়েছেন। ‘চান্স পেয়ে মেডিক্যালে ভর্তির অনিশ্চয়তায় হাসান!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নজরে আসে। আজ মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মাওলানা হাফিজুর রহমানের ছেলে মো. হাসান মাহমুদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। তার বাবাকে ধন্যবাদ জানানো হয় এবং তাকে অনুপ্রাণিত করা হয়। একজন ভালো ডাক্তার হয়ে দেশের অসহায় মানুষের সেবা করার জন্য পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মারিয়া হাসান, বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। মেধাবী মো. হাসান মাহামুদ জানান, বাবা মায়ের স্বপ্ন আর অনুপ্রেরণা আজকের এ সাফল্য। দাদী ফাতেমা বেগম বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। ভর্তি পরীক্ষার তারিখ জানার পর প্রস্তুতি হিসেবে প্রতিদিন ১২-১৪ ঘণ্টা করে পড়ালেখা করেছি। ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার লক্ষ্যেই পড়াশোনা করেছে মায়ের অনুপ্রেরণা নিয়ে।
Leave a Reply