গৌরনদী প্রতিনিধি ॥ মহামারী করোনা ভাইরাসের উর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে নিয়মিত চেকপোষ্ট বসিয়েছেন পুলিশ প্রশাসন। বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর ভুরঘাটা বাসষ্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে সরকার ঘোষিত ১৮ শ্রেণির যানবাহন ব্যতিত ব্যক্তিগত যানবাহন, মোটর সাইকেল আরোহী ও যাত্রীদের মুভমেন্ট পাশ যাচাই বাছাইয়ের কাজ অব্যাহত রেখেছেন গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে চলতে পথচারীদের সচেতন করা হচ্ছে। চেকপোষ্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, যাদের মুভমেন্ট পাশ নেই তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে কঠোর নজরদারির মধ্যেও নানান অজুহাতে পায়ে হেটে কিংবা ছোট যানবাহনে চড়ে অকারনেই মহাসড়কে ঘুরে বেড়াচ্ছে কিছু অসচেতন ব্যক্তিরা।
Leave a Reply