আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। অন্যান্য ব্যবসায়ীসহ ৬জনের বিরুদ্ধে র্যাবের মামলা দায়ের। থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম র্যাবের স্পেশালাইস্ড কোম্পানীর ডিএডি নূর ইসলাম এর সোমবার রাতে দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, বরিশাল র্যাব-৮ সদস্যদের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান ডিউটি চলাকালীন সময়ে সোমবার দুপুরে মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের আলম ফকিরের বাড়ির সামনে অভিযান চালায়। অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময়ে র্যাব সদস্যরা চাউকাঠি গ্রামের আব্দুর রব সরদারের ছেলে রফিকুল সরদার (৩৪) একই গ্রামের আসাদুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (৩৩)কে দৌড়ে পালানোর সময়ে আটক করে। আটককৃত রফিকুলের ব্যাগ থেকে ৯৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ২৫হাজার ৫শ টাকা এবং সুজন হাওলাদারের ব্যাগ থেকে ৮৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫হাজার ৫শ টাকা উদ্ধার করে র্যাব-৮। দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে র্যাব সদস্যরা মোট ১কেজি ৮শ গ্রাম গাঁজা ও নগদ ৩১হাজার টাকা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা মান্নান সিকদারের দুই ছেলে জাকির সিকদার (৪২) ও মিলন সিকদার (৪০) এবং ওই গ্রামের মৃত কালু করাতির ছেলে উত্তম কুমার করাতি (৩৪)কে আসামী করে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-৯ (১৯.৪.২১)। সোমবার রাতে গ্রেফতারকৃত রফিকুল ও সুজনকে থানায় সোপর্দ করে র্যাব। গ্রেফতারকৃত রফিকুল সরদার ও সুজন হাওলাদারকে মঙ্গলবার বরিশাল আদালতে প্রেরন করেছে পুলিশ।
Leave a Reply