স্টাফ রিপোর্টার ॥ ইলিশ রক্ষা কার্যক্রম জোড়ালো করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করেছে নৌ বাহিনী। মৎস্য বিভাগের সহায়তায় বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ সালামের একটি দল গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মেঘনা, মাসকাটা ও কালাবদর নদীতে এই অভিযান চালায়। অভিযানকালে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্টজাল এবং ২০ হাজার মিটার সুতার জাল উদ্ধার করে নৌ বাহিনী। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। পরে জব্দকৃত অবৈধ জাল বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকায় নদীর তীরে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন-আল হেলালের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এ সময় বানৌজা সালামের কর্মকর্তা লে. কমান্ডার মো. শাহাদাত এবং মৎস্য বিভাগের কর্মকর্তা ডা. বিমল চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply