মুলাদী প্রতিনিধি ॥ জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার অতিথি পাখি শিকার নিষিদ্ধ ঘোষণা করলেও বরিশালের মুলাদীতে রাতের আঁধারে অবৈধভাবে অতিথি পাখি শিকার করছে একটি চক্র। পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার একটি অসাধু চক্র উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার (কাঠেরচর) গ্রামে এসে অতিথি পাখি শিকার করে। স্থানীয়রা জানান, কাঠেরচর দ্বীপ এলাকা হওয়ায় বিভিন্ন শীত প্রধান দেশের অতিথি পাখিরা এখানে আশ্রয় নেয়। বাবুগঞ্জ এলাকার একটি চক্র উন্নতমানের সর্টগান ব্যবহার করে রাতের আঁধারে এসব অতিথি পাখি শিকার করছেন। গত সোমবার রাত ১০টার দিকে ৪-৫ জন শিকারি অতিথি পাখি শিকারের জন্য ওই এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা মুলাদী থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে মুলাদী থানার এসআই বিএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল মীরগঞ্জ ফেরিঘাটে পৌছালে শিকারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারযোগে পালিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, শিকারিদের পরিচয় পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাঠেরচর এলাকাবাসীকে অতিথি পাখি শিকারীদের বিষয়ে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে পাখি শিকার করতে আসলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply