গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ তিন সন্তানের জননী ৩৮ বছর বয়স্ক এক নারীকে যৌন কামনা চরিতার্থ করার জন্য টানা হ্যাচরা করার অভিযোগে জনকন্ঠের সাবেক সাংবাদিক আসিফ সিকদার মানিকসহ তিনজনের নামে ঝালকাঠি থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে গাবখান গ্রামের নির্যাতিত ও নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ এবং দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার মামলানং ১১ তারিখ ২০/০৪/২০২১। মামলার এজাহার এবং ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, নির্যাতিত ওই নারী গত ১৭ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে সুলতানপুর গ্রামের খালু বাড়ী থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে নিজ বাসায় আসার পথি মধ্যে যুব উন্নয়ন অফিসের সামনে আসিফ সিকদার মানিক ও তার দুই সহযোগী কোর্টের সামনের ফটোকপি দোকানদার বাচ্চু এবং কৃষ্ণকাঠি এলাকার রিয়াজ খান ওই নারীর পথরোধ করে কাপড়চোপড় ধরে টানা হ্যাচরা করে তাদের যৌনকামনা চরিতার্থ করার চেস্টা করে। আসামীর ধস্তাধস্তিতে ওই নারী পড়ে গিয়ে হাটুতে জখমপ্রাপ্ত হন। নারীর ডাকচিৎকারে সাক্ষীরা ছুটে এলে আসামীরা কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যায়। উল্লেখ্য ঝালকাঠি শহরের আমতলা সড়কের বাসিন্দা মৃত- আলী আহমেদের ছেলে আসিফ সিকদার মানিক নব্বইয়ের দশকের প্রথম দিকে দৈনিক জনকন্ঠের ঝালকাঠি প্রতিনিধি ছিলেন। ১৯৯৬ সালে নানা অভিযোগে জনকন্ঠ থেকে তিনি অব্যহতি পান। এরপর তিনি উল্লেখযোগ্য কোন পত্রিকায় সুযোগ না পেলেও সাংবাদিকতার পরিচয় দিয়ে গত ২৫ বছর মানুষকে দাবড়িয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও একাধিক ইভটিজিং এবং ধর্ষণ চেস্টার অভিযোগে মামলা রয়েছে। ২নং আসামী ডিসি অফিসের সামনের ফটোকপি দোকানদার এবং কথিত ননএমপিও শিক্ষক বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজী ও প্রতারনার অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আনছারুল হক বলেন, ওই নারীর অভিযোগ মঙ্গলবার রাতে এফআইআর হিসেবে রেকর্ড করে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের সাথে কথা বলেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।
Leave a Reply