গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে লকডাউনের অস্টম দিনেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর মধ্যেও জরুরী প্রয়োজন ছাড়াই ঘর থেকে বের হচ্ছে মানুষ। শহরের রাস্তাঘাট কিংবা বাজারে আজও জনসাধারণের ভিড় রয়েছে। ছোট যানবাহনে একাধিক যাত্রী স্বাস্থ্যবিধি না মেনেই যাতায়াত করছেন। সুযোগ পেলেই ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বেচাকেনা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট এলে আবার দোকান বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করছে দোকানীরা। এ অবস্থায় কড়াকড়ি অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পরায় পথচারী ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় জরিমানা করা হচ্ছে। এদিকে শহরের প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ। জেলার বাইরে থেকে আসা কোন যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। বিনা কারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দিচ্ছেন। ঝালকাঠির এনডিসি আহমেদ হাছান বলেন, আমরা চেস্টা করছি জনগন যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে। কিন্তু বেশীরভাগ মানুষ এখনও অসচেতন। অনেককে জরিমানা করছি তারপরও কাজ হচ্ছে না।
Leave a Reply