দখিনের খবর ডেস্ক ॥ ঝালকাঠিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে মাদ্রাসায় পাঠদান করানোর অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি শহরের মাদ্রাসাই জাকারিয়া তাবলিক মসজিদে (তাবলিক মসজিদের হেফজ মাদ্রাসা ) লকডাউনের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিশু শিক্ষার্থীদের জমায়েত করে পাঠদান করানোর অভিযোগ পাওয়া যায়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই মাদ্রাসায় গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সরেজমিনে দেখা গেছে ১৩ জন ছাত্র পাশাপাশি বসে লেখাপড়া করছে। পাশে মাদ্রাসার প্রধান শিক্ষকসহ আরো চর জন গল্প করছেন। মাদ্রাসার ছাত্র আলিফ হাওলাদার বলেন,‘ আমার বাড়ি রাজাপুর আমি এখানে থেকে লেখা পড়া করি। ছাত্র গাফিন হাওলাদার বলেন,‘ আমার বাড়ি শহরের ফকিরবাড়ি সড়কে আমি সকালে এখানে আসি লেখা পড়া শেষ করে দুপুরে বাসায় যাই। মাদ্রাসাই জাকারিয়া তাবলিক মসজিদের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতী নজরুল ইসলাম জানান, এখানে মোট ৪৫ জন ছাত্র রয়েছে। এদের বাড়ি বিভিন্ন স্থানে। লকডাউনের কারনে ছাত্রদের ছুটি দেয়া হয়েছে। তবে প্রতিষ্ঠান দেখা শোনার জন্য ৭/৮ জন ছাত্র রাখা হয়েছে। এদের সাথে শহরের আরও ৫/৬ জন ছাত্র এসে কোরআন তেলোয়াত করছি। তবে স্বাস্থ্য বিধি মেনে এখানে লেখা পড়া করনো হচ্ছে। ঝালকাঠির এনডিসি আহম্মেদ হাসান বলেন,‘ লকডাউনের মধ্যে কোন মাদ্রাসায় পাঠদান করানো হলে সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply