বিশেষ প্রতিনিধি ॥ রাজাপুরে পুলিশের এসআই শাহ আলমের বিরুদ্ধে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে নালিশ দেয়ায় গরু চুরির মিথ্যা অভিযোগ এনে স্বামী ও শ্বশুরের নামে মামলা রেকর্ড করেছে বলে অভিযোগ করেছেন সুমা বেগম নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় সুমার স্বামী কবির হোসেন ও শ্বশুর সোহরাফ হোসেন হাওলাদারের নামে মামলা রেকর্ড করা হয়েছে, (মামলা নম্বর ১৭)। সুমা বেগম উপজেলার চাড়াখালি গ্রামের কবির হোসেন হাওলাদারের স্ত্রী। সুমা বেগম জানায়, ১৭ এপ্রিল শনিবার দুপুরে এসআই শাহ আলম চাড়াখালীর স্থানীয় একটি সন্ত্রাসী দল নিয়ে সুমার পুরুষ শুন্য বাড়িতে কোন অভিযোগ ছাড়াই তল্লাশী চালিয়ে ঘরের মালামাল তছনছ করে, মোবাইল ছিনিয়ে নিয়ে অশ্লিল ভাষায় গালমন্দ করে শাহ আলম এবং সন্ধ্যার মধ্যে সুমার স্বামীকে থানায় হাজির হতে বলে। নইলে বাড়ি-ঘর গুড়িয়ে দেয়ার হুমকি দেয় এসআই শাহ আলম। এ ঘটনায় সুমা গত মঙ্গলবার বরিশাল রেঞ্জের ডিআইজি বরাবরে শাহ আলম বিরুদ্ধে নাশিল দিলে সে আরও ক্ষিপ্ত হয় এবং সুমার স্বামী ও শ্বশুরকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে মিথ্য গরু চোরের অভিযোগ এনে মামলা রেকর্ড করে। সুমার এখন আতঙ্কে রয়েছে যে কোন সময় তার বিরুদ্ধে মিথ্য আরও কোন অভিযোগ এনে মামলায় ফাঁসাতে পারে। এমতাবস্থায় সুমা পুলিশের উধ্বর্তন কর্তকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা করছেন। যাহাতে এই মিথ্যা মামলা থেকে তার পরিবার পরিত্রান পেতে পারে। এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বাদী গরু চুরির মৌখিক অভিযোগ জানালে আমরা সত্যতা প্রমানের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম এবং আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। গতকাল রাতে বাদী লিখিত অভিযোগ দিলে গতকাল মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply