স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন এক নারী। শুক্রবার (২৩ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মাসের ১ এপ্রিল থেকে ২৩ তারিখ পর্যন্ত মোট ৩৬ হাজার ৪৬৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১০ জন। আর সুস্থ হয়েছেন ৩৫ হাজার ২২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ভোলা জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৩৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপকূলীয় এলাকা পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ২৯০ জন। পর্যায়ক্রমে বরগুনায় ৫ হাজার ৪৫০, বরিশালে ৪ হাজার ৯৭৯, পিরোজপুরে ৪ হাজার ৪৩৩ ও ঝালকাঠিতে ৪ হাজার ৮৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর আরও জানায়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুদ রয়েছে। এখন পর্যন্ত বিভাগে ১ হাজার সিসির ৩৬ হাজার ৩৫০ ও ৫০০ সিসির ৩১ হাজার ৯৮৪ পিস স্যালাইন মজুদ আছে।
Leave a Reply