দখিনের খবর ডেস্ক।। করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সংকটে সরকারের পক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলেদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়ায় বরিশালে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ( বুধবার )রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেন।
সুজিত হালদার জানান, জেলেদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সঙ্গে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালত দুই ইউপি সদস্যকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply