গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলার গলাচিপার সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেনু পোনা ক্রয় ও বিক্রয়ের দায়ে পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। শনিবার (২৪ এপ্রিল) সকালে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, শুক্রবার (২৩ এপ্রিল) রাতে পটুয়াখালী জেলার গলাচিপায় র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম ও গলাচিপার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের যৌথ নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গলদা চিংড়ির রেনু পোনা ক্রয় ও বিক্রয়ের সময় পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আটকদের মধ্যে চিংড়ির রেনু পোনা ধরার অপরাধে গলাচিপার শ্যামলীবাগ এলাকার আব্দুর সরদারের ছেলে আবুল কাসেমকে (৪০) ১৫ দিনের সশ্রম কারাদণ্ড, গ্রামর্দন এলাকার আব্দুর রহিম মুন্সীর ছেলে কবির মুন্সীকে (২৫) ৭ দিনের সশ্রম কারাদণ্ড, ডাকুয়া এলাকার দিলীপ দাসকে (৬৫) ৩০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ছোট গাবুরা এলাকার মোজাম্মেল মোল্লার ছেলে মো. মাসুম বিল্লাহকে (২৬) এক হাজার ও হাবিব মৃধার ছেলে মো. জসিম উদ্দিনকে (৩৫) দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
Leave a Reply