নাজিরপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনাঘোর এলাকায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে তারা এই কার্যক্রম করেন। ধান কাটা কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ২০২১ সালের তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনীত নৌকার প্রার্থী আতিয়ার রহমান চৌধুরী(নান্নু)। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকালে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনাঘোর গ্রামের কৃষক শান্তর জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দরা। কৃষকলীগের এমন সহমর্মিতায় আবেগাপ¬ুত হয়ে পড়েন কৃষক শান্ত। কৃষকলীগের নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক শান্ত বলেন, ‘ধান কাটার উপযুক্ত সময় হলেও লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়ি। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়াতে ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় ছিলাম। যেখানে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভূগছিলেন তারা। সেখানে অল্প সময়ের মধ্যে কৃষকলীগের নেতাকর্মীরা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। জেলা কৃষকলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান চৌধুরী (নান্নু) বলেন, লকডাউনের ২য় ধাপে শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন রামনাঘোর গ্রামের কৃষক শান্ত। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম ছিল। আমার খবর পেয়ে শুক্রবার সকালে কৃষকলীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জমির ধান কেটে দেই। ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মো. মনিরুল ইসলাম হাওলাদার, মো. নাসিরুদ্দিন মোল্লাহ, মো. হিরোন মোল্লাহ, মো. আ. হান্নান ঢালিসহ স্থানীয় অর্ধশতাধিক কৃষকলীগের নেতা কর্মীরা।
Leave a Reply