সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় “রোজাদারের মুখে ফুটুক হাসি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বানারীপাড়ার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক গ্রুপ “আমাদের বানারীপাড়া”র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (২৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ও দুস্থ ৪৩ টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মো. সুমন হোসেনের দিক নির্দেশনায় স্বেচ্ছাসেবক সদস্যরা এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এর আগেও গ্রপটির উদ্যোগে মাহে রমজানের শুরুতে ৩৫ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছিল। এ সময়ে উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা সদস্য কে. এম. সফিকুল আলম জুয়েল, উপদেষ্টা ও অ্যাডমিন হাসান আহমেদ সোহাগ ও রিপা মল্লিক, মডারেটর মাসুদ রানা, আসিফ আলী, স্বেচ্ছাসেবক সদস্য হাফেজ সুজন, মিসবাহ্ শাওন, ফাবিহা রুহি প্রমুখ। এ প্রসঙ্গে “আমাদের বানারীপাড়া” গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মো. সুমন হোসেন জানান, আমাদের মতো যে যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে এলে দেশের সর্বত্র ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসহায় ও দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে বানারীপাড়ার সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।। এ ব্যাপারে সকলের পরামর্শ ও দোয়া চাই। উল্লেখ্য, “আমাদের বানারীপাড়া” ফেসবুক গ্রুপটি বানারীপাড়ার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এটি সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। করোনাকালীন লকডাউনের মধ্যেও স্বাস্থবিধি মেনে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গ্রুপের সদস্যরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে।
Leave a Reply