স্টাফ রিপোর্টার ॥ বরিশালে লকডাউন অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছাড়া প্রয় সব কিছুই স্বাভাবিক। সরকারি নির্দেশনায় রবিবার সকাল ১০টার দিকে দোকানপাঠ-শপিংমল খুলেছে। প্রথম দিনে দোকানগুলোতে অনেক ভিড়। তবে তাদের ছিলো না মুভমেন্ট পাস। রবিবার নগরীর চক বাজার, সদর রোড, কাঠপট্টি সহ বিভিন্ন এলাকার দোকানে স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা ছিলো খুব কম। শারীরিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেচা করতে দেখা গেছে। এ ব্যাপারে নজরদারিও ছিলো তুলনামূলক কম। তবে ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে চলার দাবি করেছেন। এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, দোকানপাঠে নজরদারি চলছে। সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি না মানলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
Leave a Reply