নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে লকডাউনে বন্ধ একটি দোকানে চুরি হয়েছে। গত শনিবার রাতের যেকোনো এক সময়ে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের পাশে খান সড়কের সম্মুখে ‘বরিশাল মটরস’ নামে ওই দোকানের শাটার ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে। চোর ওই দোকান থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নেয় বলে আজ রবিবার কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন দোকান মালিক তরিকুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকার ঘোষিত টানা লকডাউনের মধ্যে তার দোকান বন্ধ রয়েছে। এর মধ্যেও প্রতিদিন দোকানের দিকে নজরদারী করছিলেন তিনি। শনিবার রাতের যেকোনো সময় অজ্ঞাতনামা চোর চক্র তার দোকানের শাটার ভেঙ্গে ৬৪ পিস টায়ার, ১ কার্টন মবিল, ৪ কার্টন জেল এবং নগদ প্রায় সাড়ে ৪ হাজার টাকা চুরি করে নেয়। যার মোট মূল্য দাড়ায় ১ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা। আজ রবিবার সকালে দোকান খুলে তদারকি করার সময় চুরির বিষয়টি তার নজরে আসে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন দোকান মালিক তরিকুর রহমান। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।
Leave a Reply