মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জে সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম রমিজ আহমেদের হাতে চিকিৎসা সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৬২ ই বেঙ্গলের ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত। এসময় তিনি বলেন, বর্তমান গ্রীষ্মকালীন ঋতুতে অসহ্য গরম ও অনাবৃষ্টির দরুণ এবং অসেচতনতার কারণে লোকজন ডায়রিয়া, আমাশয়, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের জন্য আইভি স্যালাইন হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে, ৬ পদাতিক ব্রিগেডের (৬২ ই বেঙ্গল) সার্বিক ব্যবস্থাপনায় বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের মাঝে বিতরণের লক্ষে ১ হাজারটি আইভি স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ সেনাবাহিনীর ৬২ ই বেঙ্গলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ মাস যাবৎ মেহেন্দিগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনের সংকট দেখা দেয়। এমনকি স্থানীয় ওষুধের দোকানগুলোতেও চাহিদা মতো স্যালাইন পাওয়া যাচ্ছিলনা। এরই ধারাবাহিকতায় আজকে সেনাবাহিনী পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হলো।
Leave a Reply