দখিনের খবর ডেস্ক ॥ অপারেশন জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় পিরোজপুর ও বাগেরহাটে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পিরোজপুর ও বাগেরহাটে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযানে দেশের বিভিন্ন নদ-নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপারেশন পরিচালনা করছে। যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। ইতোমধ্যে এ অভিযানের ফলে দেশের নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।
Leave a Reply