নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ হাজার, পাশে দাঁড়াল সেনাবাহিনী। গতকাল সিভিল সার্জনের কাছে ১ হাজার পিস আইভি স্যালাইন হস্তান্তর করে সেনাবাহিনী। বরিশালে ডায়রিয়ার প্রকোপ শুরু হওয়ার ৩ মাস ২৬ দিনে ৪০ হাজার ছাড়াল ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া এখনো প্রতিদিন সহস্রাধিক ব্যক্তি আক্রান্ত হচ্ছেন। মারা গেছেন সর্বমোট ১১ জন। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে এই তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, বৃষ্টি হলে দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ কমবে। কারণ বৃষ্টির পানিতে ডায়রিয়ার জীবাণু ধ্বংস হয়ে যায়। ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। জানুয়ারি মাসের ১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৪০ হাজার ৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ জন। আর সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৩৪১ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, ভোলা জেলায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। পটুয়াখালী জেলায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৩৬ জন। বরগুনায় ৬ হাজার ৪১৬, বরিশালে ৫ হাজার ৪৪৫, পিরোজপুরে ৪ হাজার ৮৪৩ ও ঝালকাঠিতে ৪ হাজার ৫৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুদ রয়েছে। এখন পর্যন্ত বিভাগে ১ হাজার সিসির ৪৭ হাজার ২৩৪ ও ৫০০ সিসির ৩৬ হাজার ৩২২ স্যালাইন মজুত আছে। বিভাগে ৪০টি এলাকার ১৮ উপদ্রুত অঞ্চলে ৪০৬ মেডিকেল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। এদিকে ডায়রিয়া প্রতিরোধে সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জনের কাছে ১ হাজার পিস আইভি স্যালাইন হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন সৈকত। ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের আয়োজনে এই স্যালাইন দেওয়া হয়। এছাড়া বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় আরও ২ হাজার আইভি স্যালাইন দিয়েছে সেনাবাহিনী। রোববার (২৫ এপ্রিল) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার প্যাকেট আইভি স্যালাইন দেয় সেনাবাহিনী।
Leave a Reply