আগৈলঝাড়া প্রতিনিধি ॥ “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৯০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন মোল্লা, মেডিকেল অফিসার ডাঃ রাজু বিশ্বাস, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার শাহআলমসহ কর্মকর্তা ও কর্মচারীসহ প্রমুখ। এসময় প্রতিজনকে ৫ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, আধা লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন, আধা কেজি ছোলাবুট, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ দেয়া হয়েছে।
Leave a Reply