পটুয়াখালী প্রতিনিধি ॥ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষকে সচেতন করতে মাঠে পটুয়াখালী ছাত্রলীগ ॥ পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষকে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট, খাবার স্যালাইন, সাবান ও মাস্ক বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় শহরের চরপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে এসব বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হক মুনসেফ। এ সময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আফিক হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা অনিক সমাদ্দার, তুহিন চৌধুরী, শাওনসহ সদর উপজেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতা ফয়জুল হক মুনসেফ বলেন, হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে আমরা জনসচেতনতা বাড়াতে লিফলেট, খাবার স্যালাইন, সাবান, মাস্ক বিতরণ করছি। তিনি আরও বলেন, একদিকে করোনাভাইরাস অন্যদিকে ডায়রিয়া; তাই আমাদের পুকুর-খালের পানি ব্যবহার করা যাবে না, ডায়রিয়া হলে বেশি বেশি স্যালাইন পানি খেতে হবে, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে ও ডাক্তারের পরামর্শ নিতে হবে।
Leave a Reply