এন এম দেলোয়ার, পিরোজপুর : জাতির কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বরূপকাঠি উপজেলা বি এন পির সভাপতির ত্রাণ সামগ্রী বিতরণ। পিরোজপুর জেলার মধ্যে অন্যতম দানবীর প্রয়াত আলহাজ্ব আঃ রহমান। বাবার ঐতিহ্য বাজায় রেখেছেন যোগ্য বাবার যোগ্য সন্তান শিল্পপতি মোঃ ফকরুল আলম। স্বরূপকাঠি উপজেলার রাজনীতিতে একটা সুনাম অর্জন করেছেন বর্তমান বি এন পির সভাপতি হয়ে। জাতির কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে ইতিমধ্যে দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। সরকারের পাশাপাশি একজন বিরোধী দলের নেতা হয়ে উপজেলা পর্যায়ে প্রায় দুই হাজারের মতো অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে আলহাজ্ব আঃ রহমান হাসপাতালের মাঠে সরকারি সরকারি স্বাস্থ্য নীতি মেনে চলে কার্যক্রম পরিচালনা করেন। প্রায় তিন ফিট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে পুরুষ ও মহিলারা পৃথক পৃথক লাইনে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী নেন পর্যায়ে ক্রমে। আলহাজ্ব আঃ রহমানের রুহের মাগফেরাত কামনায় তার আত্মার শান্তির জন্য সুটিয়াকাঠী ইউনিয়নের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম। সুটিয়াকাঠী, বালিহারী সহ ডুবি এলাকার অসহায় মানুষের পাশে সাহায্যে হাত বাড়ার নেতা ফকরুল আলম। এছাড়াও গত সপ্তাহে আঃ রহমানের স্থাপন করা দুটি গুচ্ছ গ্রামেও অসহায় ও নিন্ম আয়ের মানুষের পাশে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। বালিহারির গুচ্ছ গ্রাম ও ডুবির গুচ্ছ গ্রামের মধ্যে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, সাবান ও আলু। এছাড়াও কিছু কিছু অসহায় লোকদের নগত টাকাও প্রদান করেন। গতকাল সরেজমিনে বালিহারী এলাকায় গিয়ে ত্রাণ বিতরণে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। করোনার আতঙ্কে এলাকার বেশীরভাগ লোকজন লক ডাউনের কারণে বেকার হয়ে পড়ে। চারিদিকে একটা অভাবের হাতছানি পরিলক্ষিত হচ্ছে। কঠিন দুঃসময়ে সরকারের পাশাপাশি বি এন পির শীর্ষ নেতারা সহ সমাজের বহু স্বচ্ছল ব্যাক্তিরা এরিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দারুণ প্রশংসনীয় হচ্ছে। এ ব্যাপারে সুশিক্ষায় শিক্ষিত ও উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফকরুল আলমের সাথে কথা হয়। তিনি জেলা গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে আজকের কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি বিদায় মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আসলে আমার বাবার রুহের মাগফেরাত কামনায় আজকের ত্রান সামগ্রী বিতরণ। আমার প্রয়াত বাবা ছিলেন একজন পাকাপোক্ত দানবীর। এলাকার মানুষের জন্য রাস্তা ঘাট থেকে শুরু করে ব্রিজ সহ স্কুল কলেজ, মাদ্রাসা, এতিম খানা স্থাপন করেন। এছাড়াও স্বরূপকাঠি উপজেলার মধ্যে দুই দুইটি গুচ্ছ গ্রাম স্থাপন করে যান। জাতির আজ কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমার বাবার আত্মায় শান্তি পাবে না। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে বলেন, প্রয়জনে আগামীতেও সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিবো ইনশাআল্লাহ।
Leave a Reply