আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় খাজনা আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেমের হস্তক্ষেপে অবশেষে উপজেলার রাজিহার ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা জমির মালিকদের অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য হয়। উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা বিনোদ বিহারী বেপারী, নুরুল ইসলাম হাওলাদার, বিজেন্দ্র নাথ হালদার জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. সুমন হাওলাদার রাজিহার ইউনিয়ন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকায় সে বাড়ির খাজনা (ভূমি উন্নয়ন কর) আদায়ের নামে অতিরিক্ত টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর হস্তক্ষেপে অবশেষে আমাদের টাকা ফেরত পেয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহায়ক মো. সুমন হাওলাদার বলেন, বাড়িতে বাড়িতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বার সংগ্রহের জন্য অস্থায়ী ভিত্তিতে এক কর্মচারীকে নিয়োগ করা হয়। সে কিছু অতিরিক্ত টাকা উত্তোলণ করেছিলো। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে টাকা ফেরত দেয়া হয়েছে জমির মালিকদের। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ দেখে বিষয়টি আমার নজরে আসে। আমি খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা পেয়ে জমির মালিকদের টাকা ফেরত দেবার ব্যবস্থা নিয়েছি। জমির মালিকদের কাছ থেকে আনা অর্থ তারা ফেরত পেয়েছে।
Leave a Reply