ঝালকাঠি প্রতিনিধি ॥ কাঁঠালিয়ায় ছেলেকে বখাটেপনা করতে নিষেধ করায় পিতাকে ধাওয়া করে চাচাকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত চাচা বাদি হয়ে ভাতিজার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের বড় কাঁঠালিয়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, কাঁঠালিয়া সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় চৌকিদার মো. রুস্তম আলী ফরাজীর একমাত্র ছেলে বখাটে বেল্লাল ফরাজী (৩০) এলাকায় বখাটেপনা করা ও বিতর্কিত লোকদের সাথে প্রতিনিয়ত চলাফেরা করায় পিতা মো. রুস্তম আলী ফরাজী ও চাচা শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবু হানিফ এ বিষয়ে বেল্লালকে একাধিকবার সতর্ক করেন। পিতা ও চাচার কথা অমান্য করে একের পর এক দ্বন্দ্ব- সংঘাতে জড়ান বেল্লাল। গত সোমবার দুপুরে এ নিয়ে ছেলের সাথে পিতার তর্কবিতর্কের এক পর্যায় পিতাকে হাতুড়ি নিয়ে ধাওয়া করে পুত্র বেল্লাল। এসময় বাবাকে মারতে না পেরে বেল্লাল চাচা আবু হানিফকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ ঘটনায় রাতেই বেল্লালের পিতা মো. রুস্তম আলী চৌকিদার মৌখিক এবং চাচা স্কুল শিক্ষক আবু হানিফ বাদি হয়ে ভাতিজা বেল্লাল ফরাজীকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, চৌকিদার মো. রুস্তম আলী ছেলের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। এবং বেল্লালের চাচা আবু হানিফ ভাতিজার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply