নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নতুন করে চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্রের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত চিকিৎসক বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়। দু’জনেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মৃত ৭২ বছরের এক বৃদ্ধের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ১৩ এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারও করোনা পজিটিভ এসেছে। তারা দু’জনেই শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত অপরজন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ওই ছাত্রের ট্রাভেল হিস্ট্রি আছে। সে গত দু’দিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছে। এছাড়া শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ রয়েছে। বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারমধ্যে সাতজন স্বাস্থ্যকর্মী।
Leave a Reply