স্টাফ রিপোর্টার ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ সময়ে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ২২ শতাংশ করোনা পজিটিভ বলে জানিয়েছে এই দফতর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন করে ৭২ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। বরিশাল জেলায় নতুন ৪১ জন নিয়ে মোট ৬ হাজার ৫৭৪ জন, পটুয়াখালীতে নতুন ৯ জন নিয়ে মোট ২ হাজার ১০৭ জন, ভোলায় নতুন ১৪ জন নিয়ে মোট ১ হাজার ৭৪৪ জন, পিরোজপুরে নতুন ২ জন নিয়ে মোট ১ হাজার ৫৭৬ জন, বরগুনায় নতুন একজন নিয়ে মোট ১ হাজার ২১২ জন এবং ঝালকাঠিতে নতুন ৫ জন নিয়ে মোট ১ হাজার ২৬২ জন শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন হলেন-বরিশাল সিটি কর্পোরেশনের কাজীপাড়ার বাসিন্দা আলাউদ্দিন (৬০), বাংলাবাজার এলাকার বাসিন্দা নীল কান্ত পাল (৭২)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া কুঞ্জপট্টির বাসিন্দা মো. ইসমাইল (৬১) ও বোরহানউদ্দিন উপজেলার আবহাওয়া অফিস রোডের বাসিন্দা গোলাম কবির (৫০)। তারা ভোলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬১ জনে। এর মধ্যে বরিশালে ১০৮ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৪ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৪ জন মৃত্যুবরণ করেছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে মোট ১৯০ জনে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ দশমিক ১০ শতাংশ করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৪৪ জনের নেগেটিভ ও ৪২ জনের পজিটিভ এসেছে। এই সময়ে করোনা ইউনিটে মোট ১৯ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন দুইজন। ফলে হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৬৪ জন উপসর্গ নিয়ে রিপোর্টের অপেক্ষায় এবং আর ৪৪ জন করোনা পজিটিভ।
Leave a Reply