বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধে হামলায় আলমগীরের স্ত্রী ফাহিমা বেগম (৪৫) ও তার ছেল ফয়সাল (২৭) ও মুক্তা মনি (১৭)কে পিটিয়ে আহত করেছে। তাদের প্রতিপক্ষ একই বাড়ির ইউনুস হাওলাদারের ছেলে ভুট্টু (৩৫), ভুট্টুর স্ত্রী আকলিমা বেগম (২৮), লোকমান হাওলাদারের ছেলে আবুল হোসেন (৫০), আলীমুদ্দিনের ছেলে আলম (৪৫) এর বিরুদ্ধে হামলার অভিযোগ করেন আহতরা । আহতরা বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত ফাহিমা বেগম অভিযোগ করে বলেন, হামলাকারী ভুট্টু আমার দেবর হয়। আমার দেবরের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। বুধবার দুপুরে আমার দেবরের সাথে জমি নিয়ে কথার কাটা- কাটি হয়। পরে সেই সুত্রধরে তার স্ত্রীসহ পাশের বাড়ির আবুল হোসেন ও আলমসহ আরো স্থানীয় ৪-৫ জন আমাকে ও আমার মেয়েকে টানা হেচড়া করে আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার মাথায় রক্তাক্ত কাটা জখম হয়। উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত ফাহিমার স্বামী আলমগীর জানান, আমার স্ত্রী ও সন্তানদের উপর হামলাকারী ভুট্টু আমার ছোট ভাই। জমি নিয়ে বিরোধের জেরে আমার স্ত্রী ও সন্তানদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এবং আমার বৃদ্ধ বাবাকেও নির্যাতন চালায় ও হুমকি দেয় ভুট্টু। অন্যদিকে অভিযুক্ত ভুট্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে কথার কাটা- কাটি হয়। পরে তারা আমাকে পিটিয়ে আহত করেছে।
Leave a Reply