সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ার পুত্রবধূ ও ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের স্ত্রী লেখিকা অধ্যাপক প্রতিমা দেবী ওরফে প্রতিমা ঘোষ (৮৯) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার আট দিনের মাথায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে তিনি বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খ ঘোষের। একইসঙ্গে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় কবি শঙ্খ ঘোষের। পারিবারিক সূত্রে জানা গেছে, শঙ্খ ঘোষের মৃত্যুর পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমা ঘোষের। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যই করোনায় আক্রান্ত। তাদের কেউ হোম আইসোলেশনে, কেউ আবার হাসপাতালে চিরকিৎসাধীন। প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুঁড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। ৬৫ বছরের দাম্পত্য জীবন তাদের। লিখেছেন বহু বই। লেখিকা অধ্যাপক প্রতিমা ঘোষের মৃত্যুতে বানারীপাড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, ভারতের পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের পিতৃভূমি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পৌর শহরের ৪নং ওয়ার্ডের ঘোষবাড়িতে। এখানেই তাঁর শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে। সে সুবাদে লেখিকা অধ্যাপক প্রতিমা ঘোষ বানারীপাড়ারই পুত্রবধূ।
Leave a Reply