স্টাফ রিপোর্টার ॥ একরাতে বরিশাল নগরের দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সদস্যরা উভয় স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের বটতলাস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন লেপ-তোষকের দোকানে প্রথম অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটেলও টিনশেড ওই দোকানটি মালামালসহ পুড়ে যায়। দোকান মালিক হাবিব জানান, তার দোকানে থাকা আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এদিকে বটতলায় অগ্নিকাণ্ডের ঘটনার কিছু সময় পরে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন টিভিএস মোটরসাইকেলের শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শো-রুমে থাকা মোটরসাইকেলর মধ্যে ৫টি মোটরসাইকেল পুড়ে যায়। এছাড়া শো-রুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শো-রুম স্টাফ মো. নিয়াজ। এ অগ্নিকাণ্ডের ঘটনাও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, খবর পেয়ে তারা এবং বরিশাল দক্ষিণ স্টেশনের মোট ৫টি ইউনিট মিলে উভয় ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর কাজ করেন। সময় সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপন করা সম্ভব বলেও জানান তিনি। এদিকে বুধবার (২৮এপ্রিল) সকালে বরিশাল নগরের বিসিক শিল্প এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। কারখানার মালিক রফিকুল ইসলাম জানায়, আনুমানিক সকাল ৭টা নাগাদ আগুন লাগে। মিলের পেছন থেকে আগুন লাগা শুরু হয়। তবে কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ জানা যায়নি।
Leave a Reply