স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এছাড়া পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ১৮ শতাংশ লোকের করোনা পজিটিভ বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর। অর্থাৎ করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, নতুন ৪৮ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। বরিশাল জেলায় নতুন ২৮ জন নিয়ে ৬ হাজার ৬০২ জন, পটুয়াখালীতে নতুন নয়জন নিয়ে ২ হাজার ১১৬ জন, ভোলায় নতুন ছয়জন নিয়ে ১ হাজার ৭৫০ জন, পিরোজপুরে নতুন দুইজন নিয়ে ১ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরগুনায় নতুন শনাক্ত নেই; ফলে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২১২ জন এবং ঝালকাঠিতে নতুন তিনজন নিয়ে ১২৬৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান এলাকার আব্দুল আজিজের (৬৫) মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ২৬২ জনে দাঁড়াল। এর মধ্যে বরিশালে ১০৯ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৪ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৪ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ দশমিক ১০ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৪৯ জন নেগেটিভ ও ৩৫ জন পজিটিভ। এ সময়ে করোনা ইউনিটে ১২ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে দুইজনের করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আটজন। হাসপাতালের করোনা ইউনিটে ৯৭ জন চিকিৎসাধীন। যার মধ্যে ৫৬ জন উপসর্গ নিয়ে ভর্তি। ৪১ জন করোনা রোগী। সংশ্লিষ্ট দফতরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, তার আগের ২৪ ঘণ্টায় (২৮ এপ্রিল) বিভাগে আক্রান্ত হয়েছিলেন ৭২ জন। উপসর্গ থাকা ব্যক্তিদের মধ্যে ২২ দশমিক ১০ শতাংশ ছিল করোনা পজিটিভ। তার পরের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৮ জন। শনাক্তের হার ১৮ দশমিক ১০ শতাংশ। তবে বুধবার চারজন করোনা পজিটিভ ও দুইজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার করোনা পজিটিভ একজনের মৃত্যু হলেও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আটজন।
Leave a Reply