গৌরনদী প্রতিনিধি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী পৌরসভার টরকীচর এলাকার বেদে পল্লীর দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতবাড়ি ভাঙচুরসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে নাসির সরদার ও স্বপন সরদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ও বিকেলে দুই দফায় হামলা ও সংঘর্ষের পর শুক্রবার সকালে তৃতীয় দফায় হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন থানা পুলিশের সদস্যরা। পরে দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রিন্স, মডেল থানার ওসি মো. আফজাল হোসেন। এ সময় বেদে পল্লীতে শান্তি ফিরিয়ে আনতে পল্লীর বাসিন্দারের সঙ্গে মত বিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা।
Leave a Reply